রবিবার সন্ধ্যায় কক্সবাজারের উখিয়ায় টাকার লোভ দেখিয়ে দুই রোহিঙ্গা শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন হোসেন জোহর (৪১) নামের এক যুবক।
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রোহিঙ্গা ক্যাম্প-৭ সংলগ্ন ট্রানজিট পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাকে আটক করে দুই শিশুকে উদ্ধার করা হয় বলে জানা গেছে।
উদ্ধার হওয়া শিশুদের একজন কুতুপালং ক্যাম্পের এর মো. ইউসুফের মেয়ে রোজিনা (৭) ও অপরজন একই ক্যাম্পের জানে আলমের মেয়ে আনজুমা (৭)। অপরদিকে অপহরণকারীও ওই একই ক্যাম্পের জকির আহম্মেদের ছেলে হোসেন জোহর (৪১)।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন সূত্র হতে জানা যায়, হোসেন জোহর ক্যাম্প থেকে দুই শিশুকে অপহরণ করে অটোরিকশা যোগে টেকনাফের দিকে পালাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে শিশুরা কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা অটোরিকশা থামিয়ে তাকে আটক করেন। পরবর্তীতে দুই শিশুসহ অপহরণকারীকে এপিবিএন সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে এপিবিএন ১৪ এর অধিনায়ক মো. নাইমুল হক জানান, আইনগত ব্যবস্থা নেয়ার জন্য দুইজন ভিকটিমের অভিভাবকরা উখিয়া থানায় গেছেন। আটক হোসেন জোহরকেও থানায় পাঠানো হয়েছে।