শিক্ষক ও শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে ছিনতাই

0
শিক্ষক ও শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে ছিনতাই

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মনিরুজ্জামান মজনু এবং জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী পরাগ মাহমুদ।

বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটের সামনে ওই শিক্ষার্থীকে এবং ভোরে লালবাগ এলাকায় ওই শিক্ষককে কুপিয়ে জখম করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে হাটতে বের হলে দৃর্বৃত্তদের হামলার শিকার হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনিরুজ্জামান মজনু। এসময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়।

অপরদিকে, পরাগ মাহমুদ ‘পার্কভিউ ছাত্রাবাস’ থেকে সরদারপাড়া এলাকায় তার বন্ধুর ছাত্রাবাসে যাচ্ছিলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটের পূর্ব পাশে মর্ডান মোড়ের দিক থেকে আসা ১৮/১৯ বছর বয়সী তিনজন ছেলে তাকে রাস্তায় দাঁড় করিয়ে তার কাছে থাকা মোবাইল ফোনটি চায়। দিতে অস্বীকৃতি জানালে একজন একটি চাপাতি বের করে পরাগের ডান হাতে আঘাত করে ফোনটি কেড়ে নিয়ে চলে যায়। পরে প্রক্টরের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী গণমাধ্যমকে জানান, কয়েকজন ছিনতাইকারী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কুপিয়ে তার মোবাইল ফোন নিয়ে গেছে। এক শিক্ষার্থীর মাধ্যমে রাত ৩টায় খবর পেয়ে ওই শিক্ষার্থীকে মেডিকেলে দেখতে যান তিনি। এছাড়া প্রতিদিনের মতো হাঁটতে বের হয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয়েছেন এক শিক্ষক। তিনিও রংপুর মেডিকেলে ভর্তি রয়েছেন।