শিপইয়ার্ডে সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যবসায়ী নিহত

0
শিপইয়ার্ডে সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যবসায়ী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদারস্টিল শিপইয়ার্ডের মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মো. আলী ওরফে নাজিম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আলী সীতাকুণ্ডের কুমিরা কাজীপাড়া এলাকার বাসিন্দা জানে আলমের ছেলে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, সকালে মো. আলী ওই এলাকায় মালামাল কিনতে যান। তার অবস্থান থেকে আনুমানিক ২০০ ফুট দূরে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে প্রচণ্ড গতিতে তার কাছে চলে আসে। এতে তিনি গুরুতর আহত হন। অতঃপর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মৃতদেহের ময়নাতদন্ত চলছে। পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।