ময়মনসিংহের ভালুকায় জমি ও সরকারি খাল দখলকে কেন্দ্র করে শিল্পপতি আব্দুর রাজ্জাককে কুপিয়ে তার দুইটি পা বিচ্ছিন্নের ঘটনায় মামলার প্রধান আসামি মাসুম মোল্লাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার সকালে আব্দুর রাজ্জাকের ছেলে তৌফিকুর রাজ্জাক ১০ জনের নাম উল্লেখসহ মোট ২০ জনের নামে হত্যাচেষ্টা মামলা করেন।
ঘটনার পর থেকে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মামলার প্রধান আসামিসহ অন্য আসামিদেরকে গ্রেফতারে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
আসামিদের গ্রেফতারের ঘটনায় শুক্রবার র্যাব-১৪ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব-১৪ এর অধিনায়ক লে.কর্নেল আবু নাঈম মো. তালাত জানান, ভালুকা ও পাগলা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনার প্রধান আসামি মাসুম মোল্লাহসহ চার সহযোগীদের আমরা গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।