শুধু মাত্র একটি ফোনকলে বাসায় পৌঁছে যাবে চিকিৎসক

0
শুধু মাত্র একটি ফোনকলে বাসায় পৌঁছে যাবে চিকিৎসক

বছরের এই মৌসুমটিতে (শীত) মানুষের সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্টের প্রকোপসহ ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগের প্রকোপ বেড়ে যায়। এ জন্য ছুটতে হয় চিকিৎসকের চেম্বারে, নতুবা ফার্মেসিতে।

শুধু মাত্র একটি ফোনকলে বাসায় পৌঁছে যাবে চিকিৎসক

যদি এমন হতো চিকিৎসক ও ওষুধ দুই আপনার কাছে চলে আসতো। বাস্তবেই এ সুবিধা দেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

প্রয়াত পিতা মেয়র মোহাম্মদ হানিফের স্মরণে মেয়র মোহাম্মদ হানিফ স্বাস্থ্যসেবা পক্ষ-এর মাধ্যমে বাড়ি বাড়ি ওষুধসহ চিকিৎসক পৌঁছে দেবে ডিএসসিসি। এ সেবার জন্য শুধুমাত্র একটি ফোনকলই যথেষ্ট। ডিএসসিসির এ স্বাস্থ্যসেবা পেতে ফোন করতে হবে ০৯৬১১০০০৯৯৯ নম্বরে। দিন-রাত ২৪ ঘণ্টাই হটলাইনে কথা বলে সেবা নেওয়া যাবে।

মঙ্গলবার দুপুরে নগর ভবন প্রাঙ্গণে মেয়র হানিফের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দুই সপ্তাহের এ সেবাপক্ষ কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন ও আওয়ামী লীগের নেতারা। জানা যায়, শীতকালীন ও মৌসুমি রোগের জন্য সেবা দিতে ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে একটি করে দল থাকবে।

এজন্য ১৫০ জনের দল মাঠপর্যায়ে কাজ করবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে