সাতক্ষীরা মেডিকেলের পিসিআর ল্যাব ৩ দিনের জন্য সিলগালা

0
সাতক্ষীরা Satkhira

পিসিআর ল্যাব থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনাভাইরাস পরীক্ষার পিসিআর ল্যাবটি সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ভাইরাস ছড়াচ্ছে না এমনটি নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই ল্যাব বন্ধ রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত সোমবার করোনার নমুনা পরীক্ষাকালে দেখা যায় সব নমুনার ফলাফলই পজিটিভ আসছে। এটি দেখে অনুমান করা হয় যে, পিসিআরটি ভাইরাস ছড়াচ্ছে। পরবর্তীতে পিসিআরের দেওয়ালের নমুনা পরীক্ষা করা হলে একই পজিটিভ রিপোর্ট আসলে হাসপাতাল কর্তৃপক্ষ ভাইরাসমুক্ত করার জন্য ল্যাবটি তিন দিন সিলগালা করে রাখার সিদ্ধান্ত গ্রহণ করে।

ফলস্বরূপ গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ল্যাবটি বন্ধ রাখা হয়। শনিবার ল্যাবটি খুলে আবারও নমুনা পরীক্ষা করে দেখার কথা বলা হয়েছে। তবে এতেও ফলাফলের পরিবর্তন দেখা না গেলে ফের তা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা যায়, গত দুই মাস যাবত এই ল্যাবে সাতক্ষীরা ছাড়াও যশোর, মাগুরা ও নড়াইলের নমুনা প্রতিদিন দুই দফায় পরীক্ষা করা হয়ে আসছিলো। কিন্তু এখন তা পুরোপুরি বন্ধ রয়েছে। বর্তমানে ল্যাবে কয়েকশ নমুনা পরীক্ষার অপেক্ষায় রয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, ভাইরাস ছড়ানোর কারণে ল্যাবটি সিলগালা করে রাখা হয়েছে। তবে শনিবার সেটিতে ফের পরীক্ষার চেষ্টা করা হবে। এতে ফলাফল সন্তোষজনক না হলে ল্যাবটি আরও দুই-একদিন বন্ধ রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে পিসিআরের ফ্রিজে জমে থাকা পাঁচ শতাধিক নমুনা খুলনা মেডিকেল কলেজ গ্রহণ করতে সম্মত না হওয়ায় তা ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।