সাবেক রাষ্ট্রদূত মারুফ জামানের খোঁজ পাওয়া যাচ্ছে না

0
সাবেক রাষ্ট্রদূত মারুফ জামানের খোঁজ পাওয়া যাচ্ছে না

গত সোমবার রাতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেয়েকে আনতে গিয়ে নিখোঁজ হন তিনি। মারুফ জামান কাতার ও ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাবেক রাষ্ট্রদূত মারুফ জামানের খোঁজ পাওয়া যাচ্ছে না

গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডি থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর মেয়ে সামিহা জামান।

পুলিশ জানায়, ঢাকার দক্ষিণখানের শালনা এলাকায় মারুফ জামানের সর্বশেষ অবস্থান পাওয়া গেছে।  তাঁর ব্যবহৃত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় খিলগাঁও থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সাবেক রাষ্ট্রদূতের মেয়ে সামিহা জামান একটি সাধারণ ডায়েরি করেছেন।

ধানমণ্ডি থানার ওসি আব্দুল লতিফ জানান, ধানমণ্ডির ৯/এ সড়কের ৮৯ নম্বর বাসায় পরিবার নিয়ে বসবাস করেন সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান। সোমবার সন্ধ্যায় ধানমণ্ডির বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তিনি।

ওসি আরো জানান, বিদেশ থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় তার মেয়ে সামিহা জামানের বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। মেয়েকে আনতেই তিনি বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।

কিন্তু এরপর থেকেই তাঁকে আর পাওয়া যাচ্ছে না। তাঁর খোঁজ জানার চেষ্টা চলছে বলে জানান ওসি।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে