সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের পেজে আপত্তিকর মন্তব্য করায় যুবক আটক

0
চট্টগ্রাম Chittagong Chattogram

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ পুলিশের পেজে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকা থেকে রবিবার বিকেলে মাহফুজুল করিম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, গ্রেফতারকৃত মাহফুজুল করিম চন্দনাইশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ফজল করিমের ছেলে। তিনি গাছবাড়িয়া হাটে গ্যাস ডিস্ট্রিবিউটরের ব্যবসা করেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া সাংবাদিকদের জানান, বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে আপত্তিকর মন্তব্য করার দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।