সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ দলের জাতীয় দল। আগামী রোববার বিকেল পাঁচটায় বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেট দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ এ মাঠে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমেই পূর্ণতা পেতে যাচ্ছে ২০১৪ সালে উদ্বোধন হওয়া স্টেডিয়ামটি।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের রিকাবীবাজার এলাকার জেলা স্টেডিয়ামের সভাকক্ষে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আল চৌধুরী নাদেল বলেন, বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার খেলার টিকিট পাওয়া যাবে আজ শুক্রবার থেকে। তবে এবার ক্রিকেটভক্তদের টিকিট কিনতে হবে সহজ ডটকম অনলাইন থেকে। সরাসরি কোথাও টিকিট বিক্রয় করা হবে না।
শফিউল আল চৌধুরী বলেন, খেলার টিকিটমূল্য ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার, ক্লাব হাউস ৩০০, গ্রিন গ্যালারি ১৫০, ইস্টার্ন গ্যালারি ১০০, ওয়েস্টার্ন গ্যালারি ১৫০ টাকা। খেলা উপলক্ষে সিলেট নগরসহ স্টেডিয়াম এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানের খেলাটি উপভোগ করতে আসা দর্শকদের মুঠোফোন ছাড়া অন্য কোনো জিনিসপত্র (ক্যামেরা, পানির বোতাল, পাওয়ার ব্যাংক ইত্যাদি) বহন করে গ্যালারিতে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান নাদেল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ শহীদ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ প্রমুখ।