সোনাইমুড়ীতে সড়ক পাকাকরণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

0
সোনাইমুড়ীতে সড়ক পাকাকরণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সোনাইমুড়ির দেওটি ইউনিয়নের ব্রজেরগাঁও এলাকার একটি সড়ক পাকাকরণের দাবিতে সোমবার সকালে ভুক্তভোগী এলাকাবাসী মানববন্ধন করেছেন বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, স্থানীয় খলিলুর রহমান স্কুল থেকে সামারখিল হয়ে পালপাড়া ডাক্তারবাড়ি পর্যন্ত সড়কটি পাকা করার দাবিতে সামারখিল নুরানিয়া হাফেজিয়া মাদরাসার সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এ মানববন্ধনে এলাকার নারী, পুরুষ, শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, ইমাম-মোয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান , এ সড়ক দিয়ে সামারখিল, পালপাড়া, সরকামতা ও নবগ্রামের হাজার হাজার মানুষসহ খলিলুর রহমান ডিগ্রি কলেজ, খলিলুর রহমান কামিল মাদরাসা, ব্রজেরগাঁও উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ও নুরানি মাদরাসার ছাত্রছাত্রীদের প্রতিদিনই যাতায়াত করতে হয়। কিন্তু রাস্তাটি পাকা না হওয়ায় যাতায়তের সময়ে চরম ভোগান্তিতে পড়তে হয় এসকল এলাকার মানুষকে। তাই তারা সকলে অচিরেই রাস্তাটি পাকা করার দাবি জানান।

এ বিষয়ে নোয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইকরামুল হকের সাথে কথা বললে তিনি জানান, তাদের কর্মকর্তারা খুব শিগগিরই সড়কটি পরিদর্শন করবেন এবং খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।