সৌদিতে মাইক্রোবাসচাপায় প্রাণ গেলো এক বাংলাদেশীর

0

বুধবার সৌদি আরবে মাইক্রোবাসচাপায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাসিন্দা সফর আলীর পুত্র আব্দুল হকের (৩৫) মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, স্থানীয় সময় সকাল ১০টায় সৌদি আরবের ইয়াম্মু নামক স্থানে এ ঘটনা ঘটে।

এদিকে পারিবারিক সূত্রে জানা যায়, এক পুত্রসন্তানের জনক আব্দুল হক ওখানকার একটি হাসপাতালে চাকরি করতেন। বাসা থেকে প্রতিদিন বাইসাইকেল চালিয়ে তিনি কর্মস্থলে যাওয়া-আসা করতেন। ঘটনার সময় বাসা থেকে বের হয়ে বাইসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার সময় পথিমধ্যে পেছন থেকে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে থাকার পর পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আব্দুল হকের মৃত্যু সংবাদ বাড়িতে এসে পৌঁছলে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন এবং তার এলাকায়ও নেমে আসে শোকের ছায়া ।