স্বর্ণ ডাকাতির মামলায় সেই ৫ ডিবি কর্মকর্তা আবারো রিমাণ্ডে

0
স্বর্ণ ডাকাতির মামলায় সেই ৫ ডিবি কর্মকর্তা আবারো রিমাণ্ডে

ফেনীতে স্বর্ণ ডাকাতির মামলায় গোয়েন্দা পুলিশের পাঁচ কর্মকর্তাকে আবারো তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এ নির্দেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক এবং সহকারী উপপরিদর্শক এএসআই অভিজিৎ বড়ুয়া এবং মাসুদ রানা।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মনির হোসেন জানান, স্বর্ণের বার ডাকাতি মামলায় গত মঙ্গলবার জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) সাইফুল ইসলামকে চারদিন ও বাকি পাঁচ পুলিশ সদস্যকে তিনদিনের রিমান্ড আদেশ দেন আদালত। গত শনিবার পাঁচ পুলিশ সদস্যের রিমান্ড শেষ হলে আদালতে আরও সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষ তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রোববার জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) সাইফুল ইসলামের চারদিনের রিমান্ড শেষ হওয়ার কথা রয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, মহাসড়কে স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতাদের কাছ থেকে রিমান্ডে গুরুত্বপূর্ণ অনেক তথ্য বেরিয়েছে। তদন্তের স্বার্থে বিষয়গুলো প্রকাশ করা সম্ভব হচ্ছেনা। এছাড়াও আত্মসাৎ হওয়া আরও পাঁচটি স্বর্ণের বার উদ্ধারের চেষ্টা চলছে।

চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্দি দাস গত মঙ্গলবার ফেনী মডেল থানায় একটি মামলা করেন। মঙ্গলবার রাতে পুলিশঅভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করে।