হরতালের সমর্থন দিল বিএনপি

0
হরতালের সমর্থন দিল বিএনপি

আগামী বৃহস্পতিবার বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ ও অবিলম্বে বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে সারা দেশে বাম দলগুলোর ডাকা হরতালে পূর্ণ সমর্থন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।হরতালের সমর্থন দিল বিএনপি

 

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমদে এ পূর্ণ সমর্থনের কথা জানান।

প্রতি সপ্তাহে আদালতে হাজিরার নামে খালেদা জিয়াকে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধনটির আয়োজন করে স্বাধীনতা ফোরাম নামে একটি সংগঠন।

এ সময় রিজভী বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম দল হরতাল ডেকেছে। জনস্বার্থে এই হরতাল যুক্তিযুক্ত। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডাকা হরতাল বিএনপি পূর্ণ সমর্থন দিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে