হাইওয়ে চেকপোস্টে গাড়ি থামাতে বলায় কনস্টেবলকে মাইক্রোবাসের ধাক্কা

0
চট্টগ্রাম Chittagong Chattogram

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের সাতকানিয়ায় একটি বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় চেকপোস্টে দায়িত্বরত রাব্বি ভূঁইয়া (২৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরাফাত হোসেন নামে আরেক পুলিশ সদস্যও আহত হন। দোহাজারী হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

নরসিংদীর পলাশ উপজেলার মালিথা চরসিন্দু এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের সন্তান রাব্বি ভূঁইয়া দোহাজারী হাইওয়ে থানার কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, দোহাজারী হাইওয়ে থানার সামনে নিয়মিত চেকপোস্ট চলার সময়ে সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার থেকে আসা একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেন পুলিশ সদস্যরা। কিন্তু চালক গাড়িটি না থামিয়ে উল্টো দায়িত্বরত পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে চলে যায়। ফলে রাব্বি ভূঁইয়া নামে এক পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন এবং আরেক পুলিশ সদস্য আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে চেকপোস্ট থেকে কিছুদূর সামনে মাইক্রোবাসটি রেখে চালক পালিয়ে যান।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এ ঘটনায় যত দ্রুত সম্ভব আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।