হাওরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

0
হাওরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার পৃথক দুই গ্রামের দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নের আদাউড়া গ্রামের দুপুর সাড়ে ১২টায় জীবন সরকারের মেয়ে শ্রীয়সী সরকার (২) বাড়ির পাশে হাওরের পানিতে পড়ে গিয়ে মৃত্যু হয়ে।

মৃত শিশুর মা সোমা রানী জানান, শিশুটিকে খুঁজে পাওয়া না গেলে পরে বাড়ির সামনের পানিতে ভাসতে দেখা যায়। শিশুটিকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মো. মাসুদুর রহমান মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নুরালীপুর গ্রামের দুপুর ১২টার দিকে মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে তরিকুল ইসলাম (২) নামে এক শিশুর বাড়ির সামনে পানিতে ডুবে মৃত্যু হয়।

পারিবারিকভাবে জানা যায়, বাড়িতে স্বাভাবিকভাবে অন্য একজনের মৃত্যু নিয়ে ব্যস্ত থাকায় বাচ্চা শিশুটির খোঁজখবর কেউ রাখেনি। বাচ্চাটি খেলার ছলে পানিতে পড়ে ডুবে যায়। তাৎক্ষণিক পানি থেকে উদ্ধার করে লেপসিয়া বাজারে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাই। পরে সেখান থেকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

খালিয়াজুরী থানার ওসি মো. মজিবুর রহমান দুই শিশু মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।