সবার আগে বলতে চাই হালদা সাধারণ মানুষের ছবি, প্রত্যেকটা চরিত্রকে এতো সুন্দর আর প্রাণবন্ত করে উপস্থাপন করা হয়েছে যা বাস্তবতাকেও হার মানায়। প্রত্যেকটি চরিত্রকে দিয়েছেন সুনিপুণ পরিণতি। হালদা নিঃসন্দেহে এই বছরের সেরা ছবি। ছবির সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে চোখের কমলতা এতো ডিটেইলড আর চমৎকার অনন্য চিত্রায়ন , মুগ্ধ হয়ে শুধু দেখেছি, এতো চমৎকার ভাবে কাহিনীকে ফুটিয়ে তোলা সহজ ব্যাপার না। ভীষন ভালো লাগার এই মুভির মেকিং মনমুগ্ধকর, পরিচালক বিন্দু পরিমান খুঁত রাখেননি ছবির মেকিংএ। পিন্টু ঘোষের অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক ঝিম ধরিয়ে দিবে, গান তো আগেই হিট এমন ছবি আরও হউক তাতে অন্তত সাধারণ মানুষ হলমুখী হবে।
তৌকির ভাই আপনি সফল। আশা করি সামনে আরও ভালো কাজ হবে।
লেখকঃ Nayamul Merely