মৌলভীবাজার কমলগঞ্জ তিলকপুর গ্রামের একটি বসতবাড়ি থেকে ১৫ টি ডিমসহ বিষধর গোখরো সাপ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
উদ্ধারের পরপরই বিষধর এ সাপটিকে লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়। তবে এর ডিমগুলো বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ তাদের দায়িত্বে রেখে দিয়েছেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, “বিকেলের দিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কমলগঞ্জ লাউয়াছড়া বন বিট কর্মকর্তা শহিদুল ইসলাম বিষধর এ সাপটির বিষয়ে খবর দেন আমাদের। তিনি জানান, তিলকপুর গ্রামের পদ্মমোহন সিংহের বাড়িতে একটি খইয়া গোখরো সাপের খোঁজ পাওয়া গেছে। এটি এখনি উদ্ধারের প্রয়োজন। এ খবর পাওয়া মাত্র আমরা সেখানে উপস্থিত হই। সেখানে পদ্ম মোহন সিংহের গরুর ঘরের পাশেই পরিত্যক্ত একটি আধাপাকা ঘরের কোণে কাঠের নিচে কুণ্ডলী পাকিয়ে ছিল সাপটি।”
তিনি জানান, আটক খইয়া গোখরো সাপটি লম্বায় পাঁচ ফুটের মতো এবং হালকা বাদামি রঙের। এর মাথার নিচে সাদা কালো ইউ আকৃতির চিহ্ন রয়েছে। এ ধরনের সাপ সাধারণত বৃহত্তর সিলেট অঞ্চলে বেশি দেখা যায়।
সজল দেব আরো বলেন, সকালের দিকে সাপটি ঘরের মধ্যে চলাফেরা করায় বাড়ির লোকজনের চোখে পড়লে আশপাশের লোকজন জড়ো হয়ে কমলগঞ্জ রাজকান্দি বন বিটে খবর দেয়। তবে সেসময় তারা কৌশলে সাপের ডিমগুলো সরিয়ে রাখে।
পরে আমরা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে সাপটিকে হস্তান্তর করি। এরপর ওইদিন রাতেই সাপটিকে লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়। আর উদ্ধার করা ডিমগুলো বন্যপ্রাণী বিভাগের হেফাজতে রাখা হয়েছে।