২০২১ সালের মধ্যেই সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে পারব- প্রধানমন্ত্রী

0

“এসডিজির নির্ধারিত সময়সীমা ২০৩০ সালের আগেই আমরা শতভাগ মানুষকে নিরাপদ পানি সরবরাহ করতে চাই। ভিশন-২০২১ বাস্তবায়নের মাধ্যমে আমরা ২০২১ সালের মধ্যেই সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে পারব।”

আজ শনিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী “ওয়াটার সামিট ২০১৭” এর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি আরো বলেন, রাজধানী ঢাকায় নতুন খাল খনন, পুরনো খাল সংস্কারের পদক্ষেপ নেয়া হয়েছে। তার সরকার ২০২১ সাল নাগাদ ভূগর্ভস্থ পানির ব্যাবহার কমিয়ে বিভাগীয় সদরগুলোতে ভূ-উপরিস্থ নিরাপদ পানি সরবরাহের পরিকল্পনা গ্রহণ করেছে। নাব্যতা হ্রাস প্রতিরোধে দেশের নদীগুলোতে ড্রেজিং কাজ চলছে।

পানি সম্মেলন ২০১৭, ডেল্টা সম্মেলনে আগত প্রতিনিধিদল, বিভিন্ন দেশ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং প্রধানম্নত্রীর কার্যালয়ের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

এসময় আগত বিদেশী অতিথিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে তারা বর্ষা মৌসুমে এসেছেন। পানি বিষয়ে তাদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় বুঝতে তারা এখানে সঠিক সময়েই এসেছেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে