৩৩৩-তে ফোন দেয়াতে খাদ্য নিয়ে পৌঁছে গেলেন ইউএনও

0
৩৩৩-তে ফোন দেয়াতে খাদ্য নিয়ে পৌঁছে গেলেন ইউএনও

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে হাবিবুর রহমান পেশায় একজন চটপটি বিক্রেতা। চটপটির দোকানের আয় দিয়েই কোনো রকমে তার সংসার চলে। কিন্তু লকডাউনে চটপটির দোকানটি বন্ধ থাকায় কষ্টের মধ্যে দিন পার করছিলেন হাবিবুর রহমান।

হঠাৎ প্রতিবেশীর মাধ্যমে তিনি জানতে পারেন ৩৩৩ নম্বরে ফোন করলে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। এরপর খাদ্য সহায়তা পেতে ৩৩৩ নম্বরে ফোন করেন তিনি। ফোন পেয়ে সোমবার দুপুর ২টার দিকে হাবিবুর রহমানের বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে উপস্থিত হন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আরিফুল ইসলাম।

জরুরি সেবায় ফোন করায় একই সময়ে ওই উপজেলার পুরন্দপুর গ্রামের জব্বার আলীর বাড়িতেও খাবার নিয়ে উপস্থিত হয় ইউএনও।

এ বিষয়ে ইউএনও আরিফুল ইসলাম জানান, খাদ্য সহায়তা পেতে জরুরি সেবায় ফোন দেয়ার কারণে তাঁরা তাৎক্ষণিকভাবে হাবিবুর রহমান ও জব্বার আলীকে প্রধানমন্ত্রীর দেয়া উপহার ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ২ কেজি পেঁয়াজ, ১টি সাবান ও হ্যান্ডওয়াশ দিতে পেরেছেন।