জামালপুরের মাদারগঞ্জে একটি বীজতলা থেকে ১০ ফুটের লম্বা অজগর উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার তারতাপাড়া গ্রামের কৃষক হাফিজুর রহমানের বীজতলা থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কোনো এক সময় কৃষক হাফিজুর রহমানের বীজ তলার জালে আটকে পড়ে সাপটি। মুহূর্তেই খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে সাপটিকে জীবিত উদ্ধার করে পুলিশ। পরে শেরপুর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিল বলেন, প্রয়োজনীয় চিকিৎসা শেষে সাপটি শেরপুর মধুটিলা বনাঞ্চলে অবমুক্ত করা হবে।