প্রচলিত একটি গুরুত্বপূর্ণ কথা আছে স্বাস্থ্যই সকল সুখের মূল। কিন্তু এই স্বাস্থ্যটিকে বজায় রাখার জন্য চাই সঠিক পরিচর্যা। নিয়মিত শরীর চর্চা এবং সুষম খাদ্যাভ্যাস। কিন্তু ফরমালিনযুক্ত ভেজাল খাদ্যের দুনিয়ায় একটি তাজা সবজি পাওয়া শুধু দুষ্কর না প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এমনই একটি দুষ্কর আর অসম্ভব কাজ সম্পন্ন করবার দায়িত্ব নিয়েছে তাজা ফুড www.facebook.com/TazaFood.xyz নামের অনলাইন শপটি। একেবারেই গ্রামীণ পরিবেশে ক্ষতিকর সারমুক্তভাবে উৎপাদিত এবং সংরক্ষিত ফরমালিনমুক্ত তাজা সবজি এখন পাওয়া যাবে একেবারে হাতের নাগালেই। স্মার্টফোন বা কম্পিউটার থেকে সহজেই অর্ডার করতে পারেন তাজা সবজি বা ফল। সাথে আছে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য এবং উচ্চমানের খাবার যথা ঘি এবং মধু। অর্ডার করবার কিছুক্ষণের মাঝেই একজন ডেলিভারিম্যান পৌঁছে যাবে আপনার দরজায়।
কি কি পাবেন তাজাফুড এর ওয়েবসাইট বা ফেসবুক পেইজে! তাজা ফুডে পাবেন সকল অর্গানিক উপকরণ। একেবারে গ্রাম বাংলার বাসমতি চাল, মিনিকেট চাল, মসুর ডাল, দেশী মুরগীর ডিম, একেবারে সরিষার মাঠ থেকে তোলা সরিষার শাক যাতে শাকের স্বাদ এবং গন্ধ থাকবে অটুট, ঘরের পাশের গাছের তেঁতুল যেখানে থাকবে কৃষাণীর হাতের ছোঁয়া, অতি সুস্বাদু এবং উপকারী পাকা বেল, কাঁচা পেঁপে, চাক ভাঙা মধু, একেবারে গ্রামীণ চম্পা কলা আরও অনেক কিছু। গ্রামের ভেজালমুক্ত পণ্য একেবারে সাধ্যের মধ্যে আপনার দোরগোঁড়ায়। এরজন্য আপনাকে সুদূর কোন গ্রামে ঘুরতেও হবেনা। আপনার পরিশ্রম লাঘব করে আমরা আপনাকে পৌঁছে দিবো পুষ্টিকরসব পণ্য।
এছাড়াও পাবেন নিত্যদিনকার প্রায় সবধরনের সবজি এবং ফল; খাটি দুধ এবং খাঁটি গাওয়া ঘি। গরম ভাত আর আলু ভর্তায় এক চামচ খাটি ঘি আপনাকে দেবে অতুলনীয় ছেলেবেলার স্বাদ। তাও অত্যন্ত সুলভ মূল্যে। আরও পাবেন কিছু প্রয়োজনীয় বেকারি এবং ডায়বেটিক পণ্য। ডায়াবেটিক পণ্যের মধ্যে পাবেন বিখ্যাত বার্গ এর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ওটস, সুগার ফ্রি কর্ন ফ্ল্যাকস এবং সুগার ফ্রি কুকি। আপনার প্রয়োজনীয় পন্যটি অর্ডার করুন Tazafood.xyz এর ফেসবুক পেইজে www.facebook.com/TazaFood.xyz এর ম্যাজেঞ্জারে।
অথবা লগ ইন করুন www.tazafood.xyz ওয়েবসাইটে। ঘরে বসেই উপভোগ করুণ আপনার পছন্দের পণ্য। স্বাস্থ্যকর খাবার খান, সুস্থ থাকুন।