তালেবানকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করছে ফেসবুক

0

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সদ্য আফগানিস্তানের ক্ষমতা দখল করা তালেবানকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করছে। ফলে ফেসবুকে তালেবানকে সমর্থন করে সকল ধরণের পোস্ট নিষিদ্ধ করার কাজ করছে। খবর বিবিসির।

বিবিসিকে ফেসবুক জানায়, ফেসবুকের আফগান বিশেষজ্ঞদের একটি টিম রয়েছে। এই টিম তালেবানের সঙ্গে সম্পর্কযুক্ত সকল পোস্ট পর্যবেক্ষণ ও ডিলিট করে দেওয়ার কাজ করছে।

একই নীতি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ ফেসবুকের অধীনে থাকা অন্যান্য সকল প্ল্যাটফর্মের জন্য প্রযোজ্য।

তবে জানা গেছে, তালেবান নিজেদের মধ্যে সকল ধরণের যোগাযোগের জন্য ব্যবহার করছে হোয়াটসঅ্যাপের সেবা। এ ব্যাপারে ফেসবুক বিবিসিকে জানায়, তাদের অ্যাপ থেকে কোনো অ্যাকাউন্টকে তালেবানের সমর্থনে বা তালেবানের কেউ কোনো অ্যাকাউন্ট ব্যবহার করার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।