বাজারে আসছে সনির ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন

0
বাজারে আসছে সনির ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন

স্মার্টফোন কোম্পানি সনি এবার বাজারে আনছে নতুন এক প্রযুক্তি, যার মাধ্যমে স্মার্টফোনের ক্যামেরায় তোলা যাবে ৪৮ মেগাপিক্সেলের ছবি!

বাজারে আইএমএক্স৫৮৬ নামে নতুন মডেলের এক ইমেজ সেন্সর আনছে তারা, যেটি স্মার্টফোনে সেন্সরটি যুক্ত হলে ছবির মান অনেকাংশে বেড়ে যাবে।

সেন্সরটি স্মার্টফোনে যোগ করা হলে ছবির রেজুল্যেশন হবে ৪৮ মেগাপিক্সেল (৮০০০*৬০০০) এবং সেন্সরে ব্যবহৃত প্রতিটি পিক্সেলের আকার হবে ০.৮ মাইক্রোন। প্রতিটি পিক্সেলের জন্য সেন্সরটি কোয়াড বেইয়ার কালার ফিল্টার ব্যবহার করবে।

এতে কম আলোতেও ছবি তোলা যাবে নয়েজ এড়িয়ে। চলতি বছরের সেপ্টেম্বর সেন্সরটি বাজারে আসার কথা রয়েছে। তবে এর আগেই সনির প্রিমিয়াম স্মার্টফোন এক্সপেরিয়া এক্সজেড৩ ফোনে সেন্সরটি দেখা যেতে পারে। অর্থাৎ, এই ফোনেই তোলা যাবে ৪৮ মেগাপিক্সেলের ছবি!