“সরকারের উচিৎ অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়া”‌‍ -ফখরুল

0

আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ষোড়শ সংশোধনীর রায়ই প্রমাণ করে দেশে কোনো গণতন্ত্র নেই।”

তিনি তার লিখিত বক্তব্যে আরও বলেন, “সভ্য দেশ হলে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের পর সরকার পদত্যাগ করত। সরকারের উচিৎ রায় আমলে নিয়ে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়া। যে কোনো উদ্যোগ যা দেশের পক্ষে, জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ভালো আমরা তাকে সবসময় স্বাগত জানিয়েছি এবং এখনও মনে করি যারা এই অবৈধ অনৈতিক, জুলুমবাজ সরকারের বিরুদ্ধে অবস্থান করবে আমরা অবশ্যই তাকে স্বাগত জানাবো।”

এসময় দলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে