অপোর বিরুদ্ধে মামলা করেছে নোকিয়া। পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে এ মামলার সিদ্ধান্ত নিয়েছে নোকিয়া। পেটেন্টগুলো হলো- (স্ট্যান্ডার্ড-এসেনশিয়াল পেটেন্ট এবং নন-এসইপি পেটেন্ট) কানেক্টিভিটি, ইন্টারফেস এবং সিকিউরিটি ফিচার সম্পর্কিত।
সম্প্রতি ভারত, জার্মানী, ফ্রান্স ও ইংল্যান্ডে এই মামলাগুলো করা হয়েছে।
জিএসএমএরেনার প্রতিবেদন অনুসারে, স্মার্টফোন তৈরির কোম্পানি অপো এবং নোকিয়া ২০১৮ সালে একটি মাল্টি-ইয়ার লাইসেন্সিং এগ্রিমেন্ট সাইন করেছিল। সম্প্রতি চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু অপো চুক্তি নবায়নের প্রস্তাব প্রত্যাখ্যান করেও পেটেন্টগুলো এখনো ব্যবহার করেছে। এর ফলশ্রুতিতে নোকিয়া আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়।
অবশ্য নোকিয়ার এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে অপো। অপো তাদের পক্ষ থেকে নোকিয়ার মামলাকে “বিস্ময়কর” উল্লেখ করে অভিযোগ করেছে ন্যায্য, যুক্তিসঙ্গত ও বৈষম্যহীন শর্তাবলীর অধীনে পেটেন্ট লাইসেন্সিংকে অসম্মান করারও।
অপো জানায়, অপো কর্তৃপক্ষ নিজস্ব এবং থার্ড-পার্টি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসকে সম্মান করে থাকে। অপো বাজারে যথাযথ পেটেন্ট লাইসেন্সিং সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তারা এ ধরণের মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার মতো অযৌক্তিক কার্যাবলীর বিরোধিতা করে।
এদিকে নোকিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবেলায় গঠনমূলক উপায় এখনো রয়েছে। সেজন্য নোকিয়া আলোচনার মধ্য দিয়ে সমাধান সূত্র খোঁজার চেষ্টায় রয়েছে। অবশ্য অপোর পক্ষ থেকে এখনো কোনো প্রকার আলোচনার ইঙ্গিত মেলেনি।