শনিবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক ডেপুটি স্পিকার ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলী আশরাফ এমপির দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার চতুর্থ ও শেষ জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বর্ষীয়ান এ রাজনীতিবিদকে কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয় বলে জানা গেছে।
এর আগে শুক্রবার রাত ৯টায় রাজধানীর গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তাকে কুমিল্লায় আনা হয়। পরবর্তীতে শনিবার বেলা ১১টায় কুমিল্লার চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় মাঠে দ্বিতীয় ও বাদ জোহর দোল্লাই নোয়াবপুর আহসান উল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত গত ২ জুলাই পিত্তথলির পাথর অপসারণের জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন আলী আশরাফ। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ফুসফুসে ক্ষতসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। ৯ জুলাই হঠাৎ নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হলে তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান