অবশ্যই আমাদের সামগ্রিক পরিকল্পনা মন্ত্রণালয় কে জানাবো : ইভ্যালি প্রধান

0
প্রতারণার অভিযোগে ইভ্যালির সদস্যপদ স্থগিত করার উদ্যোগ ই-ক্যাবের

মোহাম্মদ রাসেল

বানিজ্য মন্ত্রণালয় চাচ্ছেন কেউ যাতে আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হোন। আমাদের সবারই উচিত পদক্ষেপ গুলো কে সাধুবাদ জানানো।
কেউ ক্ষতিগ্রস্ত না হতে হলে সর্ব প্রথম আমাদের বর্তমান নীতিমালা মেনে বিজনেস করতে দিতে হবে। যে নীতিমালার আলোকে গ্রাহকদের টাকা সম্পূর্ণ নিরাপদ।
কিন্ত মন্ত্রণালয়ের বরাত দিয়ে যে সকল গণ মাধ্যম লিকুইডিশন এর হেড লাইন করে, সেটির পরিষ্কার বিবৃতি না আসলে মন্ত্রণালয়ের সঠিক উদ্দেশ্য সফল হবে না।
আবার এই সকল গণমাধ্যম এর ভূল ব্যাখ্যার (যদি হয়ে থাকে) জন্য আমাদের বর্তমান বিজনেস মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যাংক, মোবাইল ফাইনান্সিং সার্ভিস, গেটওয়ে, আমাদের সম্মানিত ক্রেতা এবং বিক্রেতাদের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে।

আমরা অবশ্যই আমাদের সামগ্রিক পরিকল্পনা মন্ত্রণালয় কে জানাবো। আমাদের এতদিনের কার্যক্রম সবই ছিল একটি প্রফিটেবল ইকমার্স দাঁড় করানো, যা থেকে আমরা যেন বলতে পারি দেশের একটি কোম্পানি এই সময়ে সবচেয়ে বড় ব্যাবসায়িক জায়গায় বিদেশি বড় কোম্পানি কে পিছনে ফেলে লিড দিচ্ছে।
আজ ইকমার্স, ফুড ডেলিভারি, টিকেটিং, স্বাস্থ্য সহ সকল সেক্টরের লিডিং এ যাচ্ছে ইভ্যালি।

আমাদের বিদেশ যাওয়ার কোন সুযোগ নাই। আমরা শুধু সবার কাছে কিছুটা সময় চাই। নতুন নীতিমালায় আপনাদের টাকা আমাদের হাতে আশার কোন সুযোগ নাই যদি আপনারা পণ্য না পান। আমরা কিছুটা সময় পেলে সকল পূর্বে অর্ডার অবশ্যই ডেলিভারি করতে পারব। এই অবস্থায় আমাদের ব্যবসায়িক পরিবেশ ঠিক থাকা অত্যাবশ্যক। আমরা আশা করি মন্ত্রণালয়ে এবং বাংলাদেশে ব্যাংক আমাদের এই ব্যাপারে পূর্ণ সহযোগিতা করবেন।