সিআরবি রক্ষায় মোমবাতি প্রজ্বলন

0
সিআরবি রক্ষায় মোমবাতি প্রজ্বলন

চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি রক্ষায় এইবার পালিত হয়েছে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় সিআরবিতে ‘নাগরিক সমাজ চট্টগ্রাম’ নামক একটি সংগঠন প্রদীপ প্রজ্বলন কর্মসূচির এই আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা খ্যাতিমান সমাজবিজ্ঞানী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আওয়ামী লীগের উপদেষ্টা ড. অনুপম সেন বলেন, সিআরবি নগরবাসীর নিশ্বাসের জায়গা। তবুও সিআরবি ধ্বংস করতে কখনোই দেব না। আমরা সবাই মিলে প্রতিহত করবো। প্রধানমন্ত্রী প্রকৃতি সচেতন এবং তিনি সব সময় মানুষের কথা ভাবেন। সুতরাং আমি জানি, তাঁকে ভুল বোঝানো হয়েছে। তাঁকে যথার্থ বার্তা দিতে পারলে তিনি নিশ্চয় আমাদের কথা শুনবেন। তাই আজ আমরা প্রতিজ্ঞা করছি, এখানে হাসপাতাল হতে দেব না। প্রয়োজনে যা কিছু করার আমরা সব করবো।

খ্যতিমান এই বক্তা আরো বলেন, ‘আমরা বা যেসব রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী যারা তাঁকে ভুল বুঝিয়েছেন তাদের বিরুদ্ধে সোচ্চার হবো। সিআরবি রক্ষা চট্টগ্রামবাসীর প্রাণের দাবি। তাই এটি রক্ষা করতেই হবে।