ভিডিও শেয়ারিং অ্যাপস টিকটক কর্তৃপক্ষ থেকে নতুন একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় জানানো হয়েছে, টিকটকের নির্দেশনা মেনে না চলে নীতি বহির্ভূত ভিডিও আপলোড হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। খবর রয়টার্সের।
বর্তমানে টিকটকে থাকা ভিডিওগুলোকে স্বয়ংক্রিয় প্রযুক্তির দ্বারা গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়ে থালে। পর্যবেক্ষণের সময় আপত্তিকর কোনো কিছু পাওয়া গেলে তা স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে।
ডিলিটের পর ডিলিট সংক্রান্ত কারণগুলো ভিডিও আপলোডকারীকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
টিকটকের মালিক বাইটডান্স জানায়, এখন থেকে প্রাপ্ত বয়স্কদের নগ্নতা, অসামাজিক কর্মকাণ্ড এবং যৌন বিষয়ক কর্মকাণ্ড বিষয়ক ভিডিও সরিয়ে দেওয়া হবে।