ইনসাইড ডেস্ক
অ্যাম্বুলেন্সে বিয়ের যাত্রী পরিবহন করার অভিযোগে এক চালককে জরিমানা করেছে পুলিশ। ঘটনা বৃহস্পতিবার রাতের দিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড় এলাকায়।
বহদ্দারহাট মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোহাম্মদ সাহেদ সাংবাদিকদের জানান, রাতে বহদ্দারহাট মোড়ে দায়িত্ব পালন করার সময় একটি অ্যাম্বুলেন্সকে থামার সংকেত দেওয়া হয়। এরপর গাড়িটি তল্লাশি করে দেখা যায় ভেতরে রোগীর পরিবর্তে বরযাত্রী নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িতে নারী ও পুরুষ মিলে মোট ১২ জন বরযাত্রী ছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট গাড়ির চালককে জরিমানা করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে চালক পুলিশকে জানান, চালক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ স্টাফ কোয়ার্টার থেকে রওনা দিয়ে নতুন ব্রিজ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। গাড়িতে থাকা ১২ জন বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী ছিলেন। রাতে ভ্রাম্যমাণ আদালত না থাকায় ১২ জনকে শাস্তির আওতায় নিয়ে আসা না গেলেও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।