টাইগারদের বিপক্ষে সাতদিনে পাঁচ ম্যাচ খেলতে চায় অজিরা

0
সবকিছু ঠিক থাকলে এ মাসের শেষে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই দলে অবশ্য স্মিথ-ওয়ার্নারসহ বেশ কজন বড় তারকা থাকছেন না। অজিরা ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশের বিপক্ষে। তবে বাংলাদেশে অ্যারন ফিঞ্চরা বেশিদিন অবস্থান করতে অনীহা জানিয়েছে। মাত্র এক সপ্তাহের মধ্যেই নাকি সবগুলো ম্যাচ আয়োজন করতে হবে! বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, 'আমরা এবিষয়ে কাজ করছি। এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক রয়েছে। ওরা যাই চাচ্ছে আমরা তাই করার চেষ্টা করছি। প্রায় ৯৫% কাজই হয়ে গেছে। যদি ভবিষ্যতে খুব খারাপ কিছু না হয় তাহলে ওরা আসবে। ওরা যে সব সুযোগ সুবিধা চেয়েছে সেগুলো আমরা সম্পূর্ণ করেছি।' অর্থাৎ সবমিলিয়ে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে অবস্থান ১০ দিনের বেশি হবে না। বিসিবি জানিয়েছে, দেশে করোনা পরিস্থিতি খারাপ হলেও অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে কোনো শঙ্কা নেই। তাদের চাওয়া মতোই সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজ চলবে ২ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত। জাস্টিন ল্যাঙ্গারের অধীনে অস্ট্রেলিয়ানরা ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে সরাসরি বাংলাদেশে আসবে।

সবকিছু ঠিক থাকলে এ মাসের শেষে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই দলে অবশ্য স্মিথ-ওয়ার্নারসহ বেশ কজন বড় তারকা থাকছেন না। অজিরা ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশের বিপক্ষে। তবে বাংলাদেশে অ্যারন ফিঞ্চরা বেশিদিন অবস্থান করতে অনীহা জানিয়েছে। মাত্র এক সপ্তাহের মধ্যেই নাকি সবগুলো ম্যাচ আয়োজন করতে হবে!

বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘আমরা এবিষয়ে কাজ করছি। এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক রয়েছে। ওরা যাই চাচ্ছে আমরা তাই করার চেষ্টা করছি। প্রায় ৯৫% কাজই হয়ে গেছে। যদি ভবিষ্যতে খুব খারাপ কিছু না হয় তাহলে ওরা আসবে। ওরা যে সব সুযোগ সুবিধা চেয়েছে সেগুলো আমরা সম্পূর্ণ করেছি।’

অর্থাৎ সবমিলিয়ে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে অবস্থান ১০ দিনের বেশি হবে না। বিসিবি জানিয়েছে, দেশে করোনা পরিস্থিতি খারাপ হলেও অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে কোনো শঙ্কা নেই। তাদের চাওয়া মতোই সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজ চলবে ২ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত।

জাস্টিন ল্যাঙ্গারের অধীনে অস্ট্রেলিয়ানরা ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে সরাসরি বাংলাদেশে আসবে।