আইনজীবী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা

0
বিএনপি

পেশাজীবীদের পর এবার আইনজীবী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। আজ শুক্রবার বিকেল ৫টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিএনপির একটি সূত্র জানিয়েছে আইনজীবীদের সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতারা খালেদা জিয়ার সাজা ও জামিনের বিষয়ে আলোচনা করবেন। এছাড়াও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও আগামী দিনের আন্দোলনের বিষয়ে মতবিনিময় করবেন।
বিএনপি
বৈঠকে বিএনপি পক্ষ থেকে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড.আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, মীর নাসির, নিতাই রায় চৌধুরী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

আইনজীবীদের মধ্যে উপস্থিত আছেন মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, সাখাওয়াত হোসেন, মাহবুবুল আলম তালুকদার, ফাহিমা মুন্নিসহ অনেকে।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে পেশাজীবীদের সঙ্গে বৈঠক করেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, খালেদা জিয়ার সাজার বিষয়ে আলোচনা হয়। পেশাজীবী নেতারা বিএনপি চেয়ারপারসনের মুক্তি এবং গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলটির সঙ্গে আন্দোলনে সক্রিয় থাকার অভিমত ব্যক্ত করেন।

গত বুধবার সন্ধ্যায় ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। মঙ্গলবার বিকেলে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিদেশী কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করেন দলের সিনিয়র নেতারা। সেখানেও দলীয় চেয়ারপারসনের সাজা ও সমসাময়িক রাজনৈতিক বিষয়ে তাদের অবহিত করা হয়।

গত ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।