স্মার্টওয়াচের অসাধারণ অভিজ্ঞতা দিতে রিয়েলমি বাজারে আনছে রিয়েলমি ওয়াচ ২ এবং রিয়েলমি ওয়াচ ২ প্রো। যেটি বাংলাদেশের বাজারের জন্য নির্ধারণ করা হয়েছে রিয়েলমি ওয়াচ ২ এবং রিয়েলমি ওয়াচ ২ প্রো– যথাক্রমে ৪ হাজার ২৯৯ টাকা এবং ৫ হাজার ৪৯৯ টাকা। খুব শিগগিরি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন এই প্রতিষ্ঠান।
রিয়েলমি ওয়াচ ২ প্রো আকর্ষণীয় সব স্পোর্টস ফিচারে ভরপুর। রয়েছে ১.৭৫ ইঞ্চির কালার ডিসপ্লে এবং ১০০টি স্টাইলিশ ওয়াচ ফেস। সাথে রিয়েলমি ওয়াচ ২ প্রো দিয়ে ব্যবহারকারীরা নির্ভুল জিপিএস, রক্তে অক্সিজেনের মাত্রা ও হৃদস্পন্দনও মাপতে পারবেন ব্যবহারকারীরা।
২.৫ সেন্টিমিটার রঙিন টাচস্ক্রিন সম্বলিত রিয়েলমি ওয়াচ ২–এ ব্যবহারকারী ১২ দিনের ব্যাটারি লাইফ, ৯০টি স্পোর্টস মোড, লাইভ ওয়াচ ফেস এবং স্মার্ট এআইওটি নিয়ন্ত্রণের মতো ফিচারগুলো উপভোগ করতে পারবেন বলে জানা গিয়েছে। সাথে আরো জানা যায় এই স্মার্টওয়াচ দিয়ে সম্ভব অক্সিজেনের মাত্রা এবং হার্টবিট রেট পর্যবেক্ষণ করার কাজও!