আমার অবৈধ টাকা নেই বলে প্রশাসনের অনুকম্পাও নেই-আবদুল কাদের মির্জা

0
আমার অবৈধ টাকা নেই বলে প্রশাসনের অনুকম্পাও নেই-আবদুল কাদের মির্জা

নোয়াখালী জেলার বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা বলেন, ‘আমার অবৈধ টাকা আর প্রশাসনের অনুকম্পা নাই। কিন্তু আল্লাহ আছেন। আমি কাউকে ভয় করি না। আর আমাকে কোনো হুমকি দিয়েও লাভ নাই।’

শুক্রবার দুপুরে বসুরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের রামদি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি সকলের সামনে একথা বলেন।

মেয়র কাদের মির্জা আরও বলেন, ‘যারা আমার বিরুদ্ধে লেগে আছেন, তাদের সাথে পুলিশ-প্রশাসন এবং অবৈধ টাকা আছে। আমার সঙ্গে পুলিশ-প্রশাসন ও অবৈধ কোনো টাকা নাই, আমার জনতার শক্তি আছে। যতো হুমকি আর বাধা আসুক না কেন আমাকে ন্যায়ের পথ থেকে কোনোভাবেই সরানো যাবে না। যারা অন্যায় করে পার পেয়ে যাচ্ছেন বলে মনে করছেন, একদিন তাদেরকেও আল্লাহর কাছে জবাব দিতে হবে।’

তিনি জানান, ‘আমি কাড়ি কাড়ি টাকা দিতে পারি না বলে পুলিশ-প্রশাসন আমার পক্ষে নাই। কেন টাকা দিব? আমি তো কোনো অন্যায় করি না। আমি ব্যাংক ডাকাতি, চাঁদাবাজি, নিয়োগ বানিজ্য করি না। আমার কাছে টাকাও নাই, তাই প্রশাসনের অনুকম্পাও আমার পক্ষে নেই।’

অনিয়মের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘প্রতিদিন বসুরহাট বাজারে দোকান লুটপাট হয়। থানার পাশেও গত দুই দিন আগে দোকানঘরে ডাকাতি হয়েছে। আমি বাজার কমিটির সঙ্গে কথা বলে এ সমস্যার সমাধানের চেষ্টা করছি।’

এসময় প্যানেল মেয়র ও বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. ফরহাদ হোসাইন, সদ্য কারামুক্ত যুবলীগ নেতা নাজিম উদ্দিন মিকন, স্থানীয় পৌর কাউন্সিলর আবুল হোসেন আরজুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।