ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৫

0
ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৫

ইরাকের রাজধানী বাগদাদের বড় একটি বাজারে আইএসের আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বোমা হামলায় আহত হয়েছেন আরও ৬০ জন। গুরুতর আহতের সংখ্যা অধিক থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে ধারণা করছে পুলিশ। হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

আসন্ন ঈদ সামনে রেখে ইরাকের সাধারণ জনগণ যখন খাবারসহ অন্যান্য প্রয়োজনীয় কেনাকাটা করছিলেন, সেই সময় সোমবার এ জঙ্গি হামলার ঘটনাটি ঘটে। আল-জাজিরার তথ্য মতে, বোমা বিস্ফোরণের পর বিস্ফোরণস্থলের আশপাশে প্রচুর মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, শহরের সদর সিটির ওয়াহালিয়াত বাজারে আত্মঘাতী বোমা হামলার ঘটনাটি ঘটেছে। নিহতদের মধ্যে অসংখ্য নারী ও শিশুর তথ্য পাওয়া গেছে। বাকি আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা মারাত্মক আশঙ্কাজনক। বিস্ফোরণে বেশ কয়েকটি দোকান পুড়ে যেতে দেখা যায়

এক বিবৃতিতে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইডি) মাধ্যমে এ বোমা হামলাটি চালানো হয়েছে। এটি স্থানীয়ভাবে তৈরি।