পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত

0
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত

সড়ক বাস দুর্ঘটনায় আবারো পাকিস্তানে অন্তত ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একটি বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর ৩০ জন নিহতের পাশাপাশি ৪০ জন আহত হয়েছেন। সোমবার দেশটির পাঞ্জাব প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। এতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সংবাদপত্র সূত্রে জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে ছুটিতে বাড়ি ফিরছিলেন শ্রমিকরা। পাঞ্জাবের শিয়ালকোট থেকে রজনপুর যাওয়ার সময় বাসটি সিন্ধু হাইওয়েতে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। সংঘর্ষের সঙ্গে সঙ্গে বাসটি উল্টে বাসের একাংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বহু যাত্রীর। বাকিদের হাসপাতালে আনার আগেই ১৮ জনের মৃত্যু হয় গাড়িতেই। পরবর্তীতে সেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় প্রায় ৪০ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দূর্ঘটনা নিয়ে বাসের এক যাত্রী জানান, প্রথম থেকেই খুব জোরে বাস চালাচ্ছিলেন চালক। বাস চালাতে চালাতে একসময় চালক ঘুমিয়ে পড়েন। এরপর এই দুর্ঘটনাটি ঘটে।