ঈদে বাড়ি না ফেরার পরামর্শ ঢাবির

0

কোভিড নিয়ন্ত্রণে কঠোর লকডাউন এবং দেশে করোনা ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় ঈদে ঢাকায় অবস্থানরত ঢাবি শিক্ষার্থীদের বাড়িতে না ফেরার পরামর্শ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে ক্যাম্পাসে আটকে পড়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও ঢাবি কর্তৃপক্ষ এখনো সেরকম কোনো সিদ্ধান্ত নেয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, আমরা কঠোর লকডাউনের মধ্যে শিক্ষার্থীদের ঢাকায় থাকার পরামর্শ দিচ্ছি। কারণ এখন দেশের সব প্রান্তে কোভিডের সংক্রমণ অনেক বেড়ে গেছে। তাই এ অবস্থায় ঢাকার থাকা আমাদের শিক্ষার্থীদের বাড়ি যেতে আমরা নিরুৎসাহিত করছি।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে শিক্ষার্থীদের বাড়ি ফেরার ব্যবস্থা করার কোন পরিকল্পনা নেওয়া হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের এমন কোনো পরিকল্পনা নেই।