উত্তর কোরিয়া কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে পরমাণু হামলার সক্ষমতা অর্জন করতে পারবে

0
মাইক পম্পেও

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা—সিআইএর প্রধান মাইক পম্পেও বলেন উত্তর কোরিয়া কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে পরমাণু হামলার সক্ষমতা অর্জন করতে পারে। এ ছাড়া রাশিয়ার মতো চীনও যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় হুমকি বলে মন্তব্য করেছেন তিনি।
মাইক পম্পেও
কট্টর রিপাবলিকান হিসেবে পরিচিত পম্পেও গত বছরের ২৩ জানুয়ারি সিআইএ প্রধানের দায়িত্ব নেন। দায়িত্ব পালনের এক বছর পূর্তি উপলক্ষে বিবিসি তাঁর সাক্ষাৎকারটি নেয়। সেখানে রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়া ইস্যু ছাড়াও নানা বিষয়ে কথা বলেন তিনি। কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে লেখা ‘ফায়ার অ্যান্ড ফিউরি : ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ গ্রন্থটি নিয়েও।

ভার্জিনিয়ায় সিআইএর সদর দপ্তরে দেওয়া ওই সাক্ষাৎকারে পম্পেও বলেন, ‘উত্তর কোরিয়া যে কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে পরমাণু হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে, সে বিষয়টি নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। আমাদের কাজ হলো, এ হুমকি মার্কিন প্রেসিডেন্টকে অবহিত করা, যাতে এ ব্যাপারে পদক্ষেপ নিতে তিনি সামরিকসহ অন্যান্য উপায় খতিয়ে দেখতে পারেন।’

পম্পেও স্বীকার করেন যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে অনেক মানুষের প্রাণ যাবে। বিশেষ করে তাদের দুই মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপানের অবস্থান উত্তর কোরিয়ার পাশেই। পম্পেও জানান, এসব পরিণতির ব্যাপারে তাঁরা সচেতন আছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তর কোরিয়ার পরমাণু মোকাবেলা করতে গেলে এ রকম আরো অনেক কিছুই ঘটতে পারে।’

উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রায়ই আক্রমণাত্মক শব্দ ব্যবহার করেন ট্রাম্প। এ বিষয়ে পম্পেও বলেন, ‘ট্রাম্প যখন এসব শব্দ ব্যবহার করেন, তখন নিশ্চিতভাবেই অনেককে উদ্দেশ্য করে বলেন। আমি নিশ্চিত, ট্রাম্পের মন্তব্যের ভেতর দিয়ে উত্তর কোরিয়া বুঝে গেছে, পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ছাড় দিয়ে কথা বলবে না।’

চীন সম্পর্কে পম্পেও বলেন, যুক্তরাষ্ট্রের জন্য রাশিয়া যত বড় হুমকি, চীনও তত বড় হুমকি। এমনকি চীন অনেক ক্ষেত্রে রাশিয়াকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

কয়েক দিন আগেই সিআইএর সাবেক এক কর্মকর্তাকে গ্রেপ্তার করে মার্কিন পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি গোপনে চীনের কাছে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথি পাচার করতে যাচ্ছিলেন। ওই ঘটনাকে উল্লেখ করে পম্পেও বলেন, ‘চীন আমাদের তথ্য চুরির চেষ্টা করছে। আমাদের কাছে এটা পরিষ্কার যে তারা আমাদের স্কুল, কলেজ কিংবা হাসপাতালের মতো প্রতিষ্ঠানে নিজেদের লোক দিয়ে গুপ্তচরবৃত্তির চেষ্টা করছে।’ তিনি আরো বলেন, ‘তাদের এই তৎপরতা শুধু যুক্তরাষ্ট্রে নয়, যুক্তরাজ্যসহ গোটা ইউরোপে।’

সিআইএ প্রধানের মতে, মার্কিনিদের মধ্যে বিভাজন কিংবা তাদের ওপর আধিপত্য বিস্তারের ক্ষমতা রাশিয়ার চেয়ে চীনের বেশি। রাশিয়া বিভাজন তৈরি করে হ্যাকিং কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রচারণার মাধ্যমে; কিন্তু হ্যাকিং ও প্রচারণা চালানোর পাশাপাশি চীন আলাদাভাবে ব্যক্তি দ্বারাও আধিপত্য বিস্তার করে। এ ছাড়া মার্কিনিদের ওপর আধিপত্য বিস্তারে চীন তাদের অর্থনৈতিক শক্তিকেও কাজে লাগায় বলে অভিযোগ করেন তিনি।