বিয়ে একজন পুরুষ এবং একজন নারীর সম্পর্ককে সমাজে স্বীকৃতি প্রদান করে এবং সারাজীবন ভালোবাসা, বন্ধুত্ব, সহযোগিতা, বিশ্বাস দিয়ে পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হওয়ার মাধ্যম।
আমাদের দেশে বিয়ে মানেই বিশাল জাঁকজমকপূর্ণ আয়োজন। যুগের সাথে তাল মিলিয়ে এমন আয়োজনের পরিমাণও দিন দিন বাড়ছে। এজন্য বর ও কনের জন্য কাপড়-চোপড় সহ অন্যান্য ব্যবহার্য দ্রব্যাদি কেনাকাটার প্রয়োজন হয়। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও পরিচিত সকল লোকদেরকে আমন্ত্রণ জানাতে ছাপাতে হয় বিয়ের নিমন্ত্রণ কার্ড। তারপর বিয়ের দিন তাদেরকে যাতে ভালভাবে আপ্যায়ন করানো যায়, সেজন্য ভাল ভাল খাবার-দাবার রান্নার প্রয়োজন হয়। বিয়ের জন্য নির্ধারিত ভেন্যু ঠিক করার পাশাপাশি সেখানে স্টেজ ও ভেন্যুর সর্বত্রই উত্তম ডেকোরেশন করতে হয়।
বিয়ের কেনাকাটায় সামান্য ভুল হলে অনেক সময়ে নানা মানুষের কথা শুনতে হয়। যেহেতু বিয়ের কেনাকাটা খুবই কম সময়ের মধ্যে সারতে হয় তাই এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভবনা থাকে বেশি। তাই আগে থেকে বিয়ের কেনাকাটার একটা লিস্ট করে নিলে তা সময় এবং শ্রম অনেক কিছুই বাঁচিয়ে দিবে বলে আশা করা যায়। তাহলে দেখা যাক যে বিয়ের জন্য কী কী কেনাকাটা করা প্রয়োজন।
কনের বিয়ের কেনাকাটার চেকলিস্ট
মেকাপ
১। ন্যুড লিপস্টিক
২। রেড লিপস্টিক
৩। পিচি পিঙ্ক লিপস্টিক
৪। ট্রান্সপারেন্ট লিপগ্লস
৫।আইশ্যাডো প্যালেট
৬। ব্লাশ
৭। ফাউন্ডেশণ
৮। কণসিলার
৯। ফেইস পাউডার
১০। হাইলাইটার
১১। লিকুইড আইলাইনার
১২। কাজল
১৩। মাসকারা
১৪। মেকআপ ব্রাশ
১৫। আইল্যাশ কারলার
১৬। নেইল পলিশ
১৭। কপালের টিপ
১৮। আই লেন্স
১৯। লেন্স সলিউশন
২০। লেন্স কিট
কাপড়
১। ক্লাসিক রঙ এর শাড়ী ২ টি
২। সিল্ক শাড়ী ২ টি
৩। ব্লাউজ ৪ টি
৪। সালোয়ার কামিজ ২ সেট
৫। আনারকলি
৬। ফতুয়া
৭। জিন্স
৮। নাইটি / পায়জামা
৯। সোয়েটার
১০। শাল
১১। স্কার্ফ
এক্সেসরিস
১। পার্টি ক্লাচ
২। ডে হ্যান্ড ব্যাগ
৩। বেল্ট
লঞ্জারি
১। শেমিজ
২। ইনার ওয়্যার
৩। আন্ডার ওয়্যার
টয়লেট্রিজ
১। শ্যাম্পু
২। কন্ডিশনার
৩। বডিওয়াশ
৪। ময়েশ্চারাইজার
৫।বডি লোশন
৬। ডিওড্রেন্ট
৭। পারফিউম
৮। কম্প্যাক্ট মিরর
৯। স্যানিটারি প্যাড
১০। পকেট টিস্যু
১১। টুথব্রাশ
১২। হেয়ার ব্যান্ড
১৩। হেয়ার ব্রাশ
১৪। হেয়ার প্রডাক্টস
১৫। সেফটি পিন
১৬। ববি পিন
১৭। টুইজার
১৮। রেজার
জুয়েলারি
১। ভারী গহনা
২। হালকা গহনা
৩। চুড়ি
৪। আংটি
৫। নুপূর
ফুট ওয়্যার
১। ফ্ল্যাট জুতা
২। হিল জুতা
৩। স্যান্ডেল
৪। ঘরে পরার স্যাণ্ডেল
স্মৃতি
১। ছবি
২। ডায়েরী
৩। সফট টয়েস
এক্সটা এবং ইমারজেন্সি
১। প্যারাসিট্যামল
২। ব্রিথ মিন্ট
৩। গ্যাস্ট্রিক এর ট্যাবলেট/ ইনো
বরের বিয়ের কেনাকাটার চেকলিস্ট
বিয়ের পোশাক
১। শেরওয়ানি
২। আচকান
৩। কুর্তা পায়জামা
৪। ধুতি কুর্তা
৫। সাদা পাঞ্জাবী
৬। ফরমাল শার্ট
৭। ব্লেজার
জুয়েলারি
১। কালগি
২। ব্রুচ
৩। বিয়ের আংটি
৪। হাত ঘড়ি
হেয়ার প্রোডাক্ট
১। হেয়ার স্প্রে
২। হেয়ার ক্রিম
৩। হেয়ার সিরাম
৪। হেয়ার ড্রায়ার
৫। হেয়ার ব্রাশ
এক্সেসরিস
১। জুতা
২। মোজা
৩। পারফিউম
৪। ওয়ালেট
৫। কাফলিংক
৬। ডিওড্রেন্ট
৭। টুথব্রাশ
৮। টুথপেস্ট
৯। নেইল কিট
১০। সেফটি পিন
১১। বেল্ট
১২। টাই
ইমারজেন্সি কিট
১। ডিস্পোসাল রেজার
২। শেভিং জেল
৩। বোতাম
৪। রুমাল
৫। লিপ বাম
৬। মেডিসিন
৭। কাঁচি
৮। স্ন্যাকস
চাইলে আপনি আপনার বন্ধু, আত্মীয় বা কাছের পরিজনদের এই চেকলিস্ট পাঠিয়ে কোন প্রয়োজনীয় সামগ্রি যাতে মিস না হয় তার রিমাইন্ডার দিতে পারেন।
বিয়ের কেনাকাটার এই লিস্টে যদি কিছু বাদ পরে যায় তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন।