এ বছরই শুরু হতে পারে ৫জি প্রযুক্তির যাত্রা

0
এ বছরই শুরু হতে পারে ৫জি প্রযুক্তির যাত্রা

বাংলাদেশে টেলিযোগাযোগে বর্তমানে চলছে ৪জি নেটওয়ার্কের যুগ। অপরদিকে ৫জি কবে আসবে তা নিয়ে চলছে একাধারে ভাবনা ও পরিকল্পনা। বাংলাদেশে কবে ৫জি সংযোগ আসতে পারে সে বিষয়ে আভাস মিলেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের কাছ থেকে। এ বছরই দেশে ৫জি সংযোগ আসার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদেশি বিনিয়োগের অপরিহার্য চাহিদার কথা বিবেচনা করে এরই মধ্যে প্রাথমিকভাবে ৫টি অর্থনৈতিক অঞ্চলে ফাইভ-জি সংযোগ প্রদানের কাজ শুরু হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং প্রযুক্তিগত অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে গুরুত্বও আরোপ করা হয়েছে।