নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় অবস্থিত হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়ংকর অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বেলা সোয়া দুইটা পর্যন্ত লাশগুলো উদ্ধার করা হয়। এরপর লাশগুলোকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, উপজেলার কর্ণগোপ এলাকার সেজান জুস, কোমল পানীয় ও বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরির এই কারখানাটিতে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে আগুন লাগার পর রাতে তিনজনের মৃত্যুর খবর জানায় স্থানীয় প্রশাসন। ফায়ার সার্ভিস কর্তৃক জানা যায়, চতুর্থ তলা তালাবদ্ধ থাকায় শ্রমিকরা বের হতে না পারায় মৃত্যু বেড়েছে। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।
দুপুরে লাশ উদ্ধারের আগে নিখোঁজের স্বজনদের বক্তব্যের ভিত্তিতে মোট ৪৭ জন নিখোঁজ শ্রমিকের তালিকা তৈরি করেছিল রূপগঞ্জ উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জানান, “অনেকগুলো লাশ শনাক্ত করার মত অবস্থায় নেই৷ পুড়ে বাজে অবস্থা তৈরি হয়েছে। সেগুলো ঢাকা মেডিকেলের ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হবে।”