কি হয়েছিল আজ ফেসবুক ম্যাসেঞ্জারে?

0
কি হয়েছিল আজ ফেসবুক ম্যাসেঞ্জারে

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মঙ্গলবার বিকেল থেকে বাংলাদেশেও ফেসবুকের ম্যাসেঞ্জার দিয়ে কোনও ধরনের যোগাযোগ করা যাচ্ছিল না বলে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি এক্সপ্রেস জানিয়েছে। এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো অসুবিধায় পড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীরা।

কি হয়েছিল আজ ফেসবুক ম্যাসেঞ্জারে

তবে সন্ধ্যা ৭টার কিছু সময় পর ম্যাসেঞ্জার আবার সক্রিয় হয়ে ওঠে।

বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই ম্যাসেঞ্জারে যোগাযোগের অসুবিধার কথা লিখে স্ট্যাটাস দিয়েছেন।

এর আগে গত ৩০ নভেম্বর একই ধরনের সমস্যায় পড়তে হয়েছিল ম্যাসেঞ্জার ব্যবহারকারীদের। ওই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি।

ডেইলি এক্সপ্রেস বলছে, যুক্তরাজ্যের স্থানীয় সময় বেলা সোয়া ১১টায় ম্যাসেঞ্জার হ্ঠাৎ করে ‘ডাউন’ হয়ে পড়ে। এসময় থেকে ম্যাসেঞ্জার দিয়ে কোনও তথ্য আদান-প্রদান করা যায়নি।

এখনও পর্যন্ত এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। কী কারণে এই জটিলতা সৃষ্টি হয় তাও জানা যায়নি।

ডেস্কটপ কম্পিউটারে ফেসবুক ব্যবহার করার সময় ডানপাশে ‘চ্যাট ইজ কারেন্টলি আনঅ্যাভলঅ্যাভল’ লেখা দেখা যায়। মোবাইল ফোনে ম্যাসঞ্জোর সক্রিয় দেখানো হলেও তাতে কোনও ম্যাসেজ পাঠানো যাচ্ছিল না। তবে সন্ধ্যা ৭টার কিছু সময় পর ম্যাসেঞ্জার আবার সক্রিয় হয়ে ওঠে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে