দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রভাষক বাসবী বড়ুয়া (৩০)। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা যায়, প্রভাষক বাসবী বড়ুয়া ক্যানসারে আক্রান্ত ছিলেন। এক মাস ধরে তাঁর অবস্থা বেশি খারাপ ছিল। এ সময় তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সর্বশেষ ম্যাক্স হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মরদেহ বেলা ১১টা পর্যন্ত রাখা হবে চট্টগ্রাম বৌদ্ধবিহারে। পরে বেলা ২টায় পটিয়ার তেকোটা-মুকুটনাইটের বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনে অনিত্য সভা ও শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।