সম্প্রতি ফ্রান্সের পার্লামেন্ট অনুমোদন হওয়া ভ্যাকসিন পাসপোর্ট আইন এখন থেকে ক্যাফে, ট্রেন ও বিমানে বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ৯ আগস্ট থেকে এ নিয়ম কার্যকর করা হবে। ফ্রান্স সরকারের একজন মুখপাত্র সংবাদমাধ্যমে এ কথা জানান।
ভ্যাকসিন পাসটিতে ভ্যাকসিনের সকল ডোজের তথ্য, করোনা-১৯ নেগেটিভের এবং সংক্রমণ থেকে সম্প্রতি সেরে উঠলে সেটির তথ্য উল্লেখ থাকবে।
ফ্রান্সে বিদ্যমান আইনে স্বাস্থ্যকর্মী এবং কেয়ারার্সদের জন্য ভ্যাকসিন গ্রহণ করা সম্পূর্ণ বাধ্যতামূলক করা হয়েছে। যাদুঘর, সিনেমা ও কালচারাল ভেনুসহ যেসকল জায়গায় ৫০ জনের বেশি মানুষের ভিড় হচ্ছে সেখানে ২১ জুলাই থেকে এই পাস বাধ্যতামূলক করা হয়েছিল।
এদিকে নতুন পাস হওয়া টিকা পাসপোর্ট আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে ফ্রান্সে৷ এর মধ্যেই রবিবার ফ্রান্সের পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষের আইন প্রণেতাদের মধ্যে সমঝোতার ভিত্তিতে আইনটি অনুমোদিত হয়।
এদিকে কোভিড-১৯ এর ডেলটা ধরণ ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে ফ্রান্সের কোভিড পরিস্থিতি দিনদিন খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিন গড়ে ১৯ হাজার লোক করোনায় সংক্রমিত হচ্ছে যা এক সপ্তাহ আগের চেয়ে ৯৭ শতাংশ বেশি।