খালেদার ব্রিটিশ আইনজীবীকে দিল্লি বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে

0
খালেদার ব্রিটিশ আইনজীবীকে দিল্লি বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে

খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী ও হাউস অব লর্ডসের সদস্য লর্ড কার্লাইলকে দিল্লি বিমানবন্দর থেকে লন্ডনে ফেরত পাঠানো হয়েছে। খবর এনডিটিভির।

গতকাল বুধবার স্থানীয় সময় রাত ১০টার দিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লর্ড কার্লাইল। কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দেশটিতে প্রবেশের অনুমতি না দিয়ে দুই ঘণ্টা পর লন্ডনের ফিরতি ফ্লাইটে তুলে দেয়।

নয়াদিল্লী লর্ড কার্লাইলকে ভারতে প্রবেশ করতে না দেওয়ার কারণ ব্যাখা করে জানিয়েছে, তিনি ‘অনুপযুক্ত ভিসা’ বহন করছিলেন।

এইদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার সংবাদমাধ্যম এনডিটিভি’কে বলেন, ‘লর্ড কার্লাইল যে কাজের জন্য ভারত সফরে আসতে চাচ্ছিলেন ভিসা আবেদনের ফর্মে তা স্পষ্টভাবে উল্লেখ করেননি। ভিসা আবেদনের ফর্মে তিনি ভারত সফরের যে উদ্দেশ্যের কথা উল্লেখ করেছিলেন, সেটির সঙ্গে তার ভারতে আসার মূল উদ্দেশ্যের মিল না থাকায় ভিসা বাতিল করা হয়েছে।’

উল্লেখ্য, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে বৃহস্পতিবার দিল্লিতে লর্ড কার্লাইলের একটি সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল। ঢাকা থেকে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা ও খালেদা জিয়ার আইনজীবীরাও সেখানে উপস্থিত থাকার কথা ছিল।