ঘাতজন

0
ঘাতজন

ঘাতজন

মানুষকে মেরে ফেলতে পারো।
তার বিশ্বাস,
কী করে ফেরাবে বলো ?
মিছিলে, স্লোগানে… জনস্রোতে দিয়েছিলে বাঁধ।
যে মরেছে তোমার লোভের চিতায়,
তার ছিলো কী অপরাধ ?

আগুন আকাশ ছুঁয়ে যায়,
লেলিহান শিখার উপর কালো ধোঁয়া কুণ্ডলী পাকায় ;
কার ইশারায় সহস্র বসত পুড়ে যায় ?
আভরণ, আবরণ খুলে নিলে, প্রসাধনী মুছে দিলে প’র…..
নগ্ন শরীর মানুষের, কতটা প্রভেদ আর !

প্রতিটি অপমৃত্যুই আমাকেও শোকগ্রস্ত করে,
অথচ,
প্রতিটি অপঘাতেই, মানুষের চিরন্তন লোভ খেলা করে।

তুমি কি শুনেছিলে?
মরে যাবার আগে, মানুষের চিৎকার ;
তুমি কি দেখেছিলে?
বিদায়ের চুমুতে হৃদয়ের হাহাকার।

মানুষ মরে যায়,
তার বিশ্বাস রয়ে যায়… প্রতিটি বীজে, শস্যকণায়।
একদিন ওঠে ঢেউ মিছিলে মিছিলে,
ভেঙ্গে গেলে বাঁধ, জোয়ারের জল এলে…. সাম্রাজ্য ডুবে যায়।
তবুও,
তমশার ঘোরে… ক্রমশ বাড়ে পাপ,
মৃত মানুষের বিশ্বাসের সাথে বাড়ে অভিশাপ।

…. অনিরুদ্ধ ।। ১৫ মার্চ ২০১৮।।
বৃহস্পতিবার