চট্টগ্রামে আবারো পৌঁছে গেলো প্রায় ২ লাখ ভ্যাক্সিন

0
চট্টগ্রামে আবারো পৌঁছে গেলো প্রায় ২ লাখ ভ্যাক্সিন

বুধবার সকাল ৭টার দিকে চট্টগ্রামে পঞ্চমবারের মতো করোনাভাইরাসের (কোভিড-১৯) আরও ১ লাখ ৮৫ হাজার ২০০ ডোজ টিকা এসে পৌঁছেছে। তন্মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি মর্ডানার ভ্যাক্সিন রয়েছে ১ লাখ ৬ হাজার ৮০০ ডোজ এবং চীনের তৈরি সিনোফার্মের ভ্যাক্সিন রয়েছে ৭৮ হাজার ৪০০ ডোজ।

জানা গেছে, একটি ফ্রিজার ভ্যানে করে আসা এসব টিকা গ্রহণ করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। পরবর্তীতে টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়। এ সময় জেলা ভ্যাকসিন কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন বলে জানা যায়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রানুযায়ী, এর পূর্বে গত ৩১ জানুয়ারি প্রথম দফায় অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ৪ লাখ ৫৬ হাজার ডোজ, দ্বিতীয় দফায় ৯ এপ্রিল আরও ৩ লাখ ৬ হাজার ডোজ, তৃতীয় দফায় ১৮ জুন সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ এবং চতুর্থ দফায় ১১ জুলাই সিনোফার্ম-মর্ডানা মিলিয়ে ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা আসে এ বিভাগে এবং এ বছরের ৭ই ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে টিকা কার্যক্রম শুরু হয়।