বিশ্বজুড়ে ২০১৬ সালে ঝড় তুলেছিল অতিমানবীয় ক্ষমতাসম্পন্ন রোবট সোফিয়া। হ্যানসন রোবোটিকসের এ উদ্ভাবন রোবট সোফিয়াকে নাগরিকত্ব দেয় সৌদি আরব। হংকংভিত্তিক কোম্পানিটি এবার তাদের আরেকটি উদ্ভাবন সামনে নিয়ে এলো। মানুষের মতোই স্বাস্থ্যসংশ্লিষ্ট কাজে সহায়তা করবে রোবট গ্র্যাসি।
সেন্সর পরিচালিত গ্র্যাসি চিকিৎসকের সহযোগী হিসেবে কাজ করবে। রোগীর শরীরের তাপমাত্রাও দেখতে পারবে। এছাড়া অন্য চিকিৎসাসংশ্লিষ্ট কাজও করতে পারবে গ্র্যাসি।গ্র্যাসি তিনটি ভাষা; যেমন ক্যান্টোনিজ, মান্দারিন ও ইংরেজিতে কথা বলতে পারে।
হ্যানসন রোবোটিকসের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠানটির সিইও ডেভিড হ্যানসন বলেন, গ্র্যাসির মতো রোবট মেডিকেল প্রফেশনালসদের কাজে সহায়তা করতে পারবে; যখন যেখানে দরকার। এর মাধ্যমে রোগীর সর্ম্পকে আরও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা সম্ভব হবে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবোটিকসের (আইইআর) তথ্য অনুযায়ী, করোনার কারণে চিকিৎসাক্ষেত্রে রোবোটের চাহিদা ২৮ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে ২০১৮ থেকে ২০১৯ সালের চেয়ে। আগামী তিন বছরের মধ্যে এর চাহিদা দ্বিগুণ হবে বলে ধারণা করছে তারা।
হ্যানসন রোবোটিকস জানায়, সোফিয়া ও গ্র্যাসির পর ২০২১ সালে বড় ধরনের উৎপাদনে যাচ্ছে তারা। করোনা মহামারির এমন পরিস্থিতিতে এই রোবট উদ্ভাবন করা হলো যখন গোটাবিশ্বে স্বাস্থ্যসেবার চাহিদা বেড়ে গেছে।
Attachments area