চীনের হুমকি অগ্রাহ্য করে বিশাল যুদ্ধবিমানের বহর পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

0
চীনের-হুমকি-অগ্রাহ্য-করে-বিশাল-যুদ্ধবিমানের-বহর-পাঠাচ্ছে-যুক্তরাষ্ট্র

জো বাইডেন সরকার পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর অধীনে অন্তত দুই ডজন এফ-২২ জঙ্গিবিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের দক্ষিণ চীন সাগর ও চাইনিজ তাইপে (তাইওয়ান) নিয়ে উত্তেজনার চরম মুহূর্তে রাডার ফাঁকি দিতে সক্ষম এসব জঙ্গিবিমান ওই অঞ্চলটিতে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
হাওয়াই দ্বীপপুঞ্জে আমেরিকার ঘাঁটিতে অবস্থিত প্যাসিফিক এয়ার ফোর্স জানিয়েছে, হাওয়াই ও আলাস্কা থেকে আগস্ট মাসের মধ্যেই প্রায় ২৫টি এফ-২২ যুদ্ধবিমান গুয়াম ও তিনিয়ান দ্বীপে মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব যুদ্ধবিমান ‘অপারেশন প্যাসিফিক আয়রন-২০২১’ মহড়ায় অংশগ্রহণ করবে।

প্যাসিফিক এয়ার ফোর্সের কমান্ডার, জেনারেল কেন উইলসবাখ এক বার্তায় জানিয়েছেন, “আমরা আমাদের বাহিনীর অধিভুক্ত এলাকায় একসঙ্গে এতগুলো যুদ্ধবিমান কখনও মোতায়েন করিনি।”