চীনের ৬ কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন

0
আ হ ম মুস্তফা কামাল

চীনের প্রতিষ্ঠান সিনোফার্মের কাছ থেকে ছয় কোটি ডোজ করোনা ভ্যাকসিন কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার কমিটি এ সংক্রান্ত অনুমোদন প্রদান করে।

বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান, ‘আমাদের দরকার ২৭ কোটি ৬৪ লাখ ডোজ টিকা। হাতে আছে ৩ কোটি ৫৫ লাখ ডোজ। বাকি ডোজ টিকা পর্যায়ক্রমে কিনবে সরকার।’

তবে কত দামে কেনা হবে, এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, দাম বলা যাবে না। তবে আগের চেয়ে বাড়েনি।

উল্লেখ্য, গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ‘চীনের সঙ্গে আমাদের দেড় কোটি ডোজ টিকার চুক্তি হয়েছে। এরই মধ্যে তারা টিকা পাঠানোও শুরু করেছে। আবার আমরা চীন থেকে আরও ছয় কোটি ডোজ টিকার চুক্তি করব।’

একই দিন স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘ছয় কোটি ডোজ টিকার মধ্যে দুই কোটি ডোজ করে আগামী অক্টোবর ও নভেম্বরে চার কোটি ডোজ আসবে।’